প্রথমবার ওয়েব সিরিজে তটিনী

২৮ জুলাই, ২০২৪ ২১:৪৩  

প্রথমবারের মতো ওয়েব সিরিজে যুক্ত হলেন ছোটপর্দার অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। নির্মাতা সানী সানোয়ারের একটি ওয়ের সিরিজে যুক্ত হয়েছেন তটিনী। অভিনেত্রী নিজেই গণমাধ্যমকে বিষিয়টি নিশ্চিত করেছেন।

ওটিটি মাধ্যম বিঞ্জ থেকে আসবে সিরিজটি, এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। তবে সিরিজটির গল্প ও নিজের চরিত্র সম্পর্কে মুখ খুলতে নারাজ তটিনী। তিনি বলেন, “আমি মনে করি, যেকোনো কাজের শুরুটা ভালো কিছু দিয়ে হওয়া উচিত। ‘কল্পনা’ দিয়ে ওটিটিতে পা রেখেছিলাম। বেশ প্রশংসিতও হয়েছে কাজটি। এর মধ্যে অনেক কাজের প্রস্তাব পেলেও করিনি। কারণ ওয়েব ফিল্মে কাজের প্রতি আস্থা তৈরি না হলে করা ঠিক না। তাই এত দিন ওয়েবে কাজ করা হয়নি।”

এ বিষয়ে তিনি বলেন, ‘নতুন সিরিজটিতে আমি যে চরিত্রটি করব, ওই চরিত্রটি ঘিরেই সিরিজটি এগিয়েছে। পড়ার পর মনে হয়েছে গল্প ও চরিত্র দুটোই ভালো। ভাবলাম কাজটি করা উচিত।’

তটিনী আরও জানিয়েছেন, আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুটিং শুরু হওয়ার কথা।

তিনি বলেন, ‘৫ থেকে ১৫ আগস্ট পর্যন্ত আমার অংশের শুটিং হওয়ার কথা। এখন পর্যন্ত শুটিং শিডিউল ঠিকঠাক আছে। তবে শুনতে পাচ্ছি দেশের পরিস্থিতির কারণে ওই তারিখে শুটিং নাও শুরু হতে পারে। কিছুদিন পেছাতে পারে।’